মানব ইতিহাসের সবচেয়ে বড় তথ্যভাণ্ডার গড়তে যাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। আর এ তথ্যভাণ্ডারের নাম দেওয়া হয়েছে 'নলেজ ভোল্ট'। মূলত এটি হচ্ছে একটি ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে ওয়েব থেকে তথ্য সংগ্রহ করবে ও এদের মিশ্রণ ঘটাবে। আর এর উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব সত্য বিষয় সম্পর্কে মানুষকে অভূতপূর্ব সেবা দেওয়া। খবর দ্য হিন্দু অনলাইনের
নলেজ ভোল্টের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এতে জমাকৃত তথ্য একদিকে মানুষ যেমন পড়তে পারবে অন্যদিকে তা সংশ্লিষ্ট কোনো যন্ত্রও পড়তে পারবে।
'নলেজ গ্রাফ' নামে বর্তমানে গুগলের একটি তথ্যভাণ্ডার রয়েছে। তবে এটি তথ্যের সম্প্রসারণের জন্য ক্রাউডসোর্সিংয়ের উপর নির্ভরশীল।
নলেজ ভোল্ট এখন পর্যন্ত ১.৬ বিলিয়ন তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ২৭১ মিলিয়ন 'নির্ভরশীল তথ্য' বলে বিজ্ঞানবিষয়ক সাপ্তাহিক নিউ সায়েনটিস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।