বাইকপ্রেমীদের চমক দিতে ভারতের বাজারে এল আমেরিকার মোটরবাইক প্রস্ততকারক সংস্থা পোলারিসের বাইক। ১,১৩১ সিসি ভি টুইন ইঞ্জিনের বাইক খুব শিগগিরই পাওয়া যাবে ভারতের বাজারে।
বাইকটির দাম পড়বে ১৫ লাখ টাকা। ভারতে দায়িত্বরত সংস্থাটির কর্মকর্তা পঙ্কজ দুবে জানিয়েছেন, ভারতের বাজারে এই বাইক এক নতুন মাত্রা সংযোজন করবে। শনিবার থেকে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরুসহ একাধিক শহরে পোলারিশের শো রুম থেকে গ্রাহকরা বাইকটি কিনতে পারবেন।