শুধু মানুষ নয়, ইন্টারনেট ঘেঁটে নতুন নতুন জিনিশ জানবে রোবর্ট বা যন্ত্রমানব। নতুন এই যন্ত্রটির পোষাকি নাম ‘রোবো ব্রেন’। শুধু ইন্টারনেট নয়, সব ধরনের সূত্র থেকে তথ্য সংগ্রহ করে জ্ঞান অর্জন করতে পারবে এটি। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে নিজের বোধ ও বুদ্ধির মাধ্যমে সমস্যার সমাধানও করবে। তাছাড়া বিশ্বের অনান্য রোবর্টগুলো দৈনন্দিন কাজের ক্ষেত্রে বিশেষ পদ্ধতির এই রোবর্ট মস্তিষ্ক ব্যবহার করতে পারবে।
চলতি বছরের জানুয়ারি মাসে নেদারল্যান্ডসে অত্যাধুনিক এই যন্ত্রের পরীক্ষা করা হয়। যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড, ক্যালিফোর্নিয়াসহ চারটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছেন। গবেষকদের বক্তব্য, নিজের চেয়ার চিনতে পারা থেকে শুরু করে মাইক্রোওয়েব ও ছাতার ব্যবহার সবই করবে পারবে ‘রোবো ব্রেন'।
গবেষকরা আরো জানিয়েছেন, মনুষ্যসুলভ আচরণ ও মানুষের ভাষার মত জটিল বিষয়ও রপ্ত করতে পারবে অভিনব এই রোবো ব্রেন। তাদের দাবি, মানব মনের গভীরে মনস্তাত্ত্বিক টানাপোড়েনও বুঝতে পারবে এই যন্ত্রমানব।