প্রযুক্তি দ্রুত সামনের দিকে এগোচ্ছে। দিনে দিনে সবকিছুই হাতের মুঠোয় এসে যাচ্ছে প্রযুক্তির বদৌলতে। আর এরই ধারাবাহিকতায় এসেছে ঘরে বসে অনলাইনে কেনাকাটার সুবিধা। সম্প্রতি এসেছে বাংলাদেশে গাড়ি কেনাবেচার শীর্ষস্থানীয় অনলাইন ওয়েবসাইট 'কারমুডি'। এটি গাড়িপ্রেমীদের মনে দিয়েছে স্বস্তি।
বাংলাদেশের গাড়ির শোরুমগুলোকে একটিমাত্র অনলাইন প্লাটফর্মের আওতায় আনার উদ্দেশ্যে 'কারমুডি' নিয়ে এসেছে একটি ভার্চুয়াল শোরুম যেখান থেকে যেকোনো যানবাহন ক্রেতা গাড়ি, মোটর সাইকেল এবং অন্যান্য যানবাহন সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করতে পারবেন।
কারমুডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান এ সম্পর্কে বলেন, বাংলাদেশে অটোমোবাইলের বাজার অনেক সম্ভাবনাময় যেখানে 'কারমুডি' বিশেষ এক ক্ষেত্র সৃষ্টি করেছে।
'কারমুডি' ঢাকা এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন গাড়ি বিক্রেতাদের কো-ব্র্যান্ডিং-এর মাধ্যমে সাহায্য করছে। গাড়িপ্রেমীরা এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের গাড়ি বেছে নিতে পারবেন। সে সঙ্গে, গাড়ির দোকানের মালিকেরাও কারমুডির ওয়েবপেজে তাদের নিজস্ব পণ্যের জন্য একটি ভার্চুয়াল শো রুম তৈরি করতে পারবেন।
বর্তমানে ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত কারহাট, জুম অটো, ফ্যালকন অটো, আশরাফিয়া অটো, চেরি অটো, কর্ণফুলী কার সেন্টার, আল-আমিন কার সেন্টার, নিনজা লিমিটেড, জামান মোটরস ছাড়াও আরও অনেক দোকান কারমুডির কো-ব্র্যান্ড চুক্তির আওতায় রয়েছে। কারমুডি শুধু যানবাহন কেনাবেচার জন্য বিশেষায়িত, যানবাহনের বাজারকে আরও সম্প্রসারিত এবং সহজলভ্য করার জন্য নতুন নতুন উদ্যোগ নিয়ে আসতে এটি প্রতিজ্ঞাবদ্ধ।
পছন্দের গাড়িটি কিনতে অথবা কারমুডির সঙ্গে কো-ব্যান্ড চুক্তির আওতায় অন্তর্ভুক্ত হতে হলে
ভিজিট করতে হবে:http://www.carmudi.com.bd/
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত কারমুডি এখন বাংলাদেশ, ক্যামেরুন, ঘানা, ইন্দোনেশিয়া, আইভরি কোস্ট, মেক্সিকো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইনস, কাতার, সৌদি আরব, সেনেগাল, ইউনাইটেড আরব আমিরাত, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কায় বিস্তৃত রয়েছে।