২০ বছর পূর্ণ করল বিশ্বের প্রথম স্মার্টফোন আইবিএম সাইমন। ১৯৯৪ সালের ১৬ আগস্ট এ স্মার্টফোনটি বাজারে আসে। ৫০০ গ্রাহম ওজনের আকর্ষণীয় নকশার ওই স্মার্টফোনটিতে এমন অনেক ফিচার ছিল যা আজকের স্মার্টফোনগুলোতেও দেখা যায়।
বিশ্বের প্রথম স্মার্টফোনটি শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়েছিল। প্রায় ৫০ হাজার ইউনিটের মতো এ স্মার্টফোনটি বিক্রি হয়। তবে চড়া দাম ও তুলনামূলক কম ব্যাটারি লাইফের কারণে বাজারে আসার দুই বছরের মাথায় স্মার্টফোনটির বিক্রি বন্ধ হয়ে যায়।
স্মার্টফোনটির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে লন্ডনের সায়েন্স মিউজিয়াম এ স্মার্টফোনটি জনসাধারণের সামনে প্রদর্শনের ব্যবস্থা করে। এ বিষয়ে লন্ডনের সায়েন্স মিউজিয়ামের পরিচালক শার্লট কোনেলি বিবিসিকে বলেন, ‘স্মার্টফোনটির আকার খুব বড় ছিল না। এর সবুজ রংয়ের এলসিডি পর্দাটি ছিল আকর্ষণীয়। মার্কিন প্রযুক্তি কোম্পানি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) তৈরি স্মার্টফোনটিতেই অ্যাপও ব্যবহারের সুযোগ ছিল। পাশাপাশি ফ্যাক্স মেশিনের সঙ্গে ডিভাইসটিতে সংযুক্ত করা যেত।”
কোনেলি আরো বলেন, “একবার চার্জ দিয়ে মাত্র এক ঘন্টা স্মার্টফোনটি চালানো সম্ভব ছিল। এর দাম ছিল ৮৯৯ ডলার। ডিভাইসটিতে ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও ছিল না। এ কারণে স্মাটফোনটি বাজারে বেশি দিন টিকে থাকতে পারেনি।”