সম্প্রতি আইফোন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আইফোনকে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচানোর বেশ কিছু উপায়। কি ভাবে আইফোনের সেটিংস পরিবর্তন করে সেটিকে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচানো যায় তার উপায় বলে দেওয়া হয়েছে। আইফোন হ্যাকিংয়ের ঘটনা বেড়ে যাওয়ার জন্য সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে।
হ্যাকিং থেকে বাঁচতে প্রাথমিক ভাবে সহজ শব্দ বা সংখ্যা দেওয়া পাসওয়ার্ডগুলো পাল্টে কিছুটা জটিল পাসওয়ার্ড সেট করতে হবে। এক্ষেত্রে প্রথমেই সিম্পল পাসওয়ার্ডের অপশনটি বন্ধ করে দিতে হবে। তারপর অক্ষর এবং সংখ্যা আছে এমন একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর ফোনের প্রাইভেসি সেটিংসের অ্যাডভার্টাইজিং অপশনে গিয়ে অ্যাড ট্র্যাকিং অপশনটি এনাবেল করে দেওয়া যেতে পারে।
এছাড়া অ্যাডভার্টাইজিং আইডেন্টিফায়ার সেটিংসটি কিছুদিন পরপরই রিসেট করে নিতে হবে। এর ফলে মোবাইলের ট্র্যাকিং আইডি পরিবর্তিত হয়ে যাবে এবং অ্যাডভার্টাইজাররা ব্যবহারকারীকে সনাক্ত করতে পারবেন না। আইফোন সংস্থা জানিয়েছেন, এই বিষয়গুলি এডিট করে বা পরিবর্তন করার মাধ্যমে ফোন হ্যাকারদের হাত থেকে বাঁচানো সম্ভব।