আগামী অক্টোবরে বাজারে আসছে অ্যাপলের নতুনরূপী আইওয়াচ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নানা আকারের এ আইওয়াচে নতুনত্ব ও বৈচিত্র্য বেশ চমকপ্রদ।
সংবাদ মাধ্যমগুলো জানায়, অনেকের বড় স্ক্রিন পছন্দ, অনেকের আবার ছোট। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিভিন্ন সাইজের স্ত্রিন নিয়ে অ্যাপল তার আইওয়াচ তৈরি করছে।
চলতি বছর এক থেকে দেড় কোটি আইওয়াচ সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়ে অ্যাপল ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
অ্যাপল তার নতুন আইওয়াচে ১০টির বেশি সেন্সর নিয়ে আসবে। যার মাধ্যমে স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত আগাম তথ্য পাওয়া যাবে।
কার্ভ আকৃতির ওএলইডি (অর্গানিক লাইট ইমেটিং ডায়ড) ডিসপ্লে সংবলিত এ আইওয়াচে ব্যবহৃত সেন্সর রক্তের গ্লুকোজ থেকে স্বাস্থ্য সর্ম্পকিত বার্তা দেবে।
এছাড়া, ঘুমানোর সময় কী পরিমাণ ক্যালরি খরচ হয় তাও বলে দেবে এ সেন্সর।