মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পদে যোগ দিলেন টিআইই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির কবির। তিনি ডেল বাংলাদেশ-এ কর্মরত ছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার অব্যাহতি নেয়ার পর রবিবার নতুন দায়িত্ব নেন তিনি।
এর আগেও সোনিয়া বশির মাইক্রোসফটের দক্ষিণ এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিলিকন ভ্যালিতে প্রায় ২০ বছর কাজ করার পর ২০১১ সালের সেপ্টেম্বরে ডেল বাংলাদেশ গঠিত হলে কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন সোনিয়া। এ সময়ে তিনি বাংলাদেশ ওমেন ইন আইটির সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি ছাড়াও টিআইই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মনোনীত হন।
নিয়োগ পাবার পর সোনিয়া বশির কবির বলেন, মাইক্রোসফট বাংলাদেশ-এর উদ্যোমী ও প্রগতিশীল এ দলটিকে নেতৃত্ব দেবার এ দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। ২০২১ সালের মধ্যে 'ডিজিটাল বাংলাদেশ' অর্জনে বাংলাদেশকে সবরকমের সহায়তা দিতে আমরা কাজ করে যাব বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, সরকারের দেশব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন সম্ভাবনাকে সংযুক্ত করার লক্ষ্য অর্জনের জন্য প্রযুক্তির এক বিশেষ ভূমিকা রয়েছে। আমরা স্থানীয় সৃষ্টিশীলতাকে উৎসাহ এবং সহযোগিতা প্রদানের মাধ্যমে একটি সুস্থ এবং উদ্যমী আইটি পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যেতে আগের মতোই বদ্ধপরিকর।