আইপিএলে ভারতীয় বোলারদের মধ্যে পেসারদের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়ে ফেললেন ভুবনেশ্বর কুমার। গতকাল রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুবমান গিলকে ক্যাচ আউট করে নতুন উচ্চতায় উঠে গেলেন তিনি।
গিলের উইকেটটি ছিল আইপিএল ক্যারিয়ারে ভুবনেশ্বরের ১৮৩তম উইকেট। গুজরাট টাইটানসের বিপক্ষে পাওয়া একমাত্র উইকেটটি ডোয়াইন ব্রাভোর পাশে বসিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ভুবনেশ্বরকে।
২০০৮ থেকে ২০২২ পর্যন্ত ১৬১ ম্যাচে ১৮৩ উইকেট পেয়েছিলেন ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার। ব্রাভোকে ছুঁতে ভুবনেশ্বরকে খেলতে হলো ১৭৮ ম্যাচ।
আইপিএলে উইকেট শিকারে পেসারদের মধ্যে এরপরই আছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কান কিংবদন্তি ১২২ ম্যাচে পেয়েছেন ১৭০ উইকেট। শীর্ষ পাঁচের শেষ দুজন যশপ্রীত বুমরাহ (১৬৫) ও উমেশ যাদব (১৪৪)।
পেসারদের মধ্যে শীর্ষে ওঠা ভুবনেশ্বর সব মিলিয়ে আইপিএলে উইকেটশিকারিদের তালিকায় তিনে উঠে এসেছেন। যেখানে ব্রাভো ছাড়াও তার সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন। এই ত্রয়ীর ওপরে আছেন দুই স্পিনার পীযূষ চাওলা (১৯২) ও যুজবেন্দ্র চাহাল (২০৬)।
বিডি প্রতিদিন/এমআই