টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা-তর্কের ঝড়। ছয় মাস পর শুরু হতে যাওয়া আসরে পাকিস্তানের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীর। খোঁচা দিয়ে বলেছেন, বাবররা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না।
আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০ দল নিয়ে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসর শুরু হতে এখনো ছয় মাস বাকি থাকলেও এক সাক্ষাতকারে টুর্নামেন্টটি নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে বাজে ফিল্ডিংয়ের জন্য বাবরদের খোঁচা দিয়ে বলেছেন, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না।
গম্ভীর বলেন, ‘পাকিস্তানের ফিল্ডিং দেখে আমি হতাশ। ৫০ ওভারের বিশ্বকাপেই দেখা গিয়েছে ওদের ফিল্ডিং কতটা খারাপ। এখন বিশ্বের সব থেকে খারাপ ফিল্ডিং দল পাকিস্তান। এই ফিল্ডিং নিয়ে ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা খারাপ হলে ম্যাচ জেতা যাবে না।’
গত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখিয়েছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিল তারা। তবে শিরোপার লড়াইয়ে হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে। অন্যদিকে পাকিস্তান বাদ পড়ে গ্রুপ পর্বেই।
সে প্রসঙ্গ তুলে এনে গম্ভীর বলেন, ‘ভারত কত বার ফাইনালে উঠেছে সেটা সবাই জানে। গত পাঁচ-ছয় বছরে ভারতের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ভারত এখন ট্রফি জেতা থেকে এক কদম বা দু’কদম দূরে শেষ করে। পাকিস্তান তো সেখানে পৌঁছাতেই পারে না।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ