নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা প্রথমবারের মতো ওয়ানডের পর জিতেছে টি-টোয়েন্টিতেও। বোলিংয়ে শরিফুল ইসলাম, মাহেদী হাসানদের পর ব্যাট হাতে পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। এমন পারফরম্যান্সে নতুন করে আশা দেখছে বাংলাদেশের ক্রিকেট। নাজমুলরা আজ সেই স্বপ্ন পূরণের ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশ সময় দুপুর ১২:১০টায়।
তবে এই ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ম্যাচ মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা আছে।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তবে গতকাল থেকেই মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি হচ্ছে। এমনকি আজ সকাল থেকে দুপুর পর্যন্তই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। দুপুরের পর বৃষ্টি থামলেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। মাউন্ট মঙ্গানুইয়ের আকাশে যথেষ্ট মেঘ আছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে।
তাছাড়া আবাহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। ম্যাচটি যেহেতু স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাই মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা থাকছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ