ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কান ব্যাটসম্যানরা। এরপরও ক্রাইস্টচার্চ টেস্টে হারের মুখে সফরকারী লঙ্কানরা। সফরকারীদের শেষ দিনে জয়ের জন্য করতে হবে ৪২৯ রান। অন্যদিকে নিউজিল্যান্ডের দরকার ৪ উইকেট। ক্রাইস্টচার্চ টেস্টে তাই জয়ের সুবাস পাচ্ছে কিউইরা।
আগের দিনের ২ উইকেটে ২৪ রান নিয়ে ৪র্থ দিন শুরু করে লঙ্কান দুই অপরাজিত ব্যাটসম্যান চান্দিমাল এবং মেন্ডিস। দুজনের দৃঢ়তায় স্কোরবোর্ড সচল থাকে শ্রীলঙ্কার। শত রানের জুটি গড়েন এ দুজন। তবে দলীয় ১২৬ রানে, ব্যক্তিগত ৬৭ করে আউট হন মেন্ডিস। ভেঙ্গে যায় লঙ্কানদের প্রতিরোধ। চান্দিমালও আউট হন ব্যক্তিগত ফিফটি করে।
এরপর দলের হয়ে হাল ধরতে পারেন নি আর কেউ। দ্রুতই ফিরে যান সিলভা-ডিকেওয়েলা। আর আহত হয়ে অবসর নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২০৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
তবে নিউজিল্যান্ডের জয়ের পথে বাঁধা হয়ে আছেন দুই লঙ্কান ব্যাটসম্যান পেরেরা এবং লাকমাল। দুজনেই অপরাজিত থেকে শেষ করেছেন ৪র্থ দিন। শেষ দিনে এখনো ৪২৯ রান লাগবে লঙ্কানদের, আর ৪ উইকেট পেলেই সিরিজ জিতে নেবে নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে মাত্র ১৪ বলের ব্যবধানে ৬ উইকেট নেয়া ট্রেন্ট বোল্ট দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত নিয়েছেন মাত্র ১ উইকেট। টিম সাউদি ২টি এবং নেইল ওয়াগনার ৩ উইকেট নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন