দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের স্টার ইসকো। তার সঙ্গী সারা সালামো সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন।
ইনস্টাগ্রামে অভিনেত্রী সারা লিখেন,‘আমরা এক টুকরো সুসংবাদ ভাগ করে নিতে পারি। এটিই যে আমরা বাবা-মা হতে যাচ্ছি। আমরা এর থেকে সুখী এর আগে হইনি।’
প্রেমিকার স্ট্যাটাসের পর ইসকোও নিজের ইনস্টাগ্রামে এ সুসংবাদ শেয়ার করেন। তিনি লিখেন,‘আমরা বাবা-মা হতে যাচ্ছি এবং আমরা এখন সবথেকে বেশি আনন্দিত। নিজের সন্তান বিশ্বের সেরা জিনিসের একটি।’
স্পেনের এ ফরোয়ার্ড লিখেন, ‘‘আমরা অনেক অনেক আগ্রহ নিয়ে আমাদের মূল্যবান ছেলে বা মেয়েকে দেখতে মুখিয়ে আছি। ধন্যবাদ সারা সালমো আমার সঙ্গী হয়ে থাকার জন্য, আমার ভালো বন্ধু হয়ে থাকার জন্য এবং আমাকে সব সময় সুখী রাখার জন্য। আমি তোমাকে ভালোবাসি।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ