রোনালদোর জায়গা পূরণে মরিয়াস্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে শোনা গেছে অনেকের নাম। লিভারপুলের মোহামেদ সালাহও আছেন সেই তালিকায়।
নতুন খবর, মিশরীয় তারকাকে দলে পেতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। এই ফুটবল তারকাকে পেতে লিভারপুলের জন্য মার্কো অ্যাসেনসিওকে দিতেও রাজি তিনি।
এ ব্যাপারে স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘এল গোল ডিজিটাল’ বলছে, মৌসুমের প্রথমার্ধ শেষে অ্যাসেনসিওকে নিয়ে পুরোপুরি খুশি নয় রিয়াল। কারণ, এই সময়ে ১ ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছেন স্প্যানিশ তারকা।
বিপরীতে লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে মৌসুমের প্রথমার্ধে সালাহ গোল করেছেন ১৫টি। পেরেজের আশা, রোনালদোর ফাঁকাস্থান ভরাট করতে সালাহকে দলে টানতে পারবেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ