ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়ার মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের পরেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।
অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। সেই দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনিও।
আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্যও ভারতীয় দলে ডাকা হয়েছে ধোনিকে। যদিও অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি ভারতের প্রাক্তন এই অধিনায়কের।
বিডি প্রতিদিন/এ মজুমদার