ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে এমসিজির দর্শকাসন ছিল কানায় কানায় পরিপূর্ণ।সেদনি খেলা দেখতে অনেক যুগলও এসেছিলেন। জয়ের লক্ষ্যে মাঠের ভেতর যখন লড়াই চালাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা, ঠিক তখন দর্শকাসনে বসে 'কিস ক্যাম' খেলায় মেতে উঠেন সেইসব যুগল।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া বড় বড় ক্রীড়া প্রতিযোগিতায় 'কিস ক্যাম' একটি জনপ্রিয় ট্রেন্ড। এই ট্রেন্ড অনুসারে দর্শকাসনে চুম্বনরত যুগলদের ক্যামেরাবন্দী করে স্টেডিয়ামের বড় পর্দায় তুলে ধরা। মেলবোর্ন টেস্টের সেই 'কিস ক্যামের' ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার