চলতি ২০১৮ তে যাই হয়ে থাকুক না কেন, নতুন বছরে আসছে সুখবর। কারণ আসছে বছরে বাবা হতে চলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফরাসি তারকা পল পোগবা।
গেল বুধবার ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে হাডার্স ফিল্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। সেই ম্যাচেই গ্যালারিতে হাজির ছিলেন গোগবার বান্ধবী মারিয়া সালাওয়েজ। এরপরই পোগবার বাবা হওয়ার খবর প্রকাশ্যে চলে আসে।
সেদিন কালো জ্যাকেট ও হলুদ টি-শার্টে মাঠে এসেছিলেন মারিয়া। ম্যাচে পোগবার লেডি লাক দারুণ ভাবে কাজে দিয়েছে। হাডার্স ফিল্ডের বিরুদ্ধে দু'টি গোল করেছেন এই ফরাসি মিডফিল্ডার। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে। এখন চলতি বছর শেষের পথে। নতুন বছরে এবার পোগবার জন্য অপেক্ষা করছে সেরা উপহার। কারণ নতুন বছরে বাবা হতে চলেছেন পোগবা।
বিডি প্রতিদিন/এ মজুমদার