তীব্র গতিতে ছুটে আসা বলটা ব্যাটের সামনে এসে সামান্য ঘুরে গেল। পেসের সঙ্গে মেশানো ঝাঁজালো ইনসুইং ইয়র্কার। ট্র্যাভিস হেড কিছু বুঝে ওঠার আগেই বলের ধাক্কা তার উইকেটে। সেই সঙ্গে ৩৯ বছরের রেকর্ডও ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন যশপ্রীত বুমরা।
সেই ১৯৭৯ সালে প্রথম বার টেস্ট খেলতে নেমে এক বছরে ৪০ উইকেট নিয়ে ছিলেন দিলীপ দোশি। এত দিন পর্যন্ত কোনো ভারতীয় বোলার সে রেকর্ড ছুঁতে পারেননি। কিন্তু বুমরা পারলেন! টেস্ট অভিষেকের পর মাত্র ৯টি ম্যাচেই তার ৪৫ উইকেট নিয়ে ফেলেছেন। মেলবোর্ন টেস্ট ম্যাচে ইতোমধ্যেই ১৫.৫ ওভারে ৩৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন। এখনও তো অজিদের দ্বিতীয় ইনিংস খেলা বাকি। ফলে ওই রেকর্ডে আরও যোগফল বাকি রয়েছে!
অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে মেলবোর্নের পাটা পিচেই অজিদের বিভীষিকা হয়ে উঠলেন বুমরা। কখনও পেস, কখনও সুইং,আবার কখনও বা তার হাতের স্লোয়ার বুঝেই উঠতে পারেননি অজিরা। আর তাতে ফায়দা লুটেছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনে মাত্র ৬৬.৫ ওভারেই ১৫১ রানে অবসান হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের। এবং তাতে ভারতের লিড দাঁড়িয়েছে ২৯২ রানের।
বুমরার বোমায় অজিদের বিধ্বস্ত দেখতে দেখতে আর থেমে থাকতে পারেননি প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ধারাভাষ্য দিতে বসে তিনি বলেছেন, ‘বুমরা, তুমি জিনিয়াস!’ আর ট্র্যাভিস হেডের আউট হওয়া দেখে বলে উঠেছেন, ‘পেসেই ঠকে গেল ট্র্যাভিস হেড। সুইংয়েও ঠকে গেল।’ খবর আনন্দবাজার
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন