চিরাচরিত কয়েনের বদলে ব্যাট দিয়ে টস করার পদ্ধতি চালু করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।
ক্রিকেটের শত বছরের ঐতিহ্য ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করতে চেয়েছিল তারা। কিন্তু এরই মধ্যে বিপত্তি বেধেছে পদ্ধতিটি নিয়ে।
ক্রিকেটের ইতিহাসের ১৪১ বছরের নিয়ম ভেঙে বিগ ব্যাশের এবারের আসরে ব্যাট দিয়ে টস অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি নিয়ে সমালোচনা উঠলেও এতদিন তা কানে তোলেনি বিগ ব্যাশ কর্তৃপক্ষ। তবে এবার বোধ হয় ব্যাট দিয়ে টস করার বিষয়টি নতুন করে ভাবতে হবে তাদের।
বুধবার পার্থ স্কচার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে টসে দেখা দেয় বিপত্তি। অপটাস স্টেডিয়ামে ব্যাট দিয়ে টস করতে আসে দুই অধিনায়ক। পার্থের অধিনায়ক অ্যাস্টন টার্নার ব্যাট ছুঁড়ে মারেন শূন্যে। কল করেন অ্যাডিলেডের অধিনায়ক। কিন্তু মাটিতে পড়ে হিলস বা ফ্ল্যাট কোনটাই ওঠেনি। তার বদলে কাত হয়ে থাকল ব্যাট। এভাবে আরো দুইবার চেষ্টার পর তৃতীয়বার গিয়ে টসের সমাধান হয়।
এই ঘটনার পর থেকে আবার ব্যাট দিয়ে টসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। এর প্রেক্ষিতে টস নিয়ে নতুন করে ভাবছে বলে জানিয়েছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৮/আরাফাত