ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সব সময় সোজা-সাপ্টা কথা বলতেই ভালোবাসেন। যে কোন অবস্থায় নিজের জায়গা থেকে এক চুলও নড়েন না। কিছু দিন আগেও বিরাটকে বিশ্বের সবচেয়ে অসভ্য ক্রিকেটার বলেছিলেন তিনি।
সেই নাসিরুদ্দিন ফের বিরূপ মন্তব্য করে বসলেন বিরাটকে নিয়ে। এবার নাসিরুদ্দিন শাহ বিরাটকে উদ্দেশ্য করে বলেন, তিনি কোহলির ফ্যান। তবে মাঠে যে ধরনের আচরণ বিরাট করছেন তা তার পছন্দ নয়। ভারত অধিনায়কের আরও সংযত হওয়া উচিত বলেই মনে করেন এই বর্ষীয়ান অভিনেতা।
বিরাটকে তার পরমার্শ, 'মানুষ এখন স্লো মোশনেও ঠোঁট পড়তে পারেন। খেলার মাঠে কেমন আচরণ করা উচিত সেটা পূর্বসুরিদের থেকে শিখুক ও।'
তার এমন প্রতিক্রিয়ার পরই ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।
প্রসঙ্গত, পার্থ টেস্টে অজি অধিনায়ক টিম পেইনের সঙ্গে যেভাবে বাক্ বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন বিরাট, তা পছন্দ হয়নি অনেকরই। পেইন-বিরাট বিতর্কে অনেকেই ভারত অধিনায়কের পাশেই দাঁড়িয়েছিলেন। এবং তারা এখনও পাশেই দাঁড়িয়ে আছেন।
তাদের যুক্তি, বিরাটের এমন আগ্রাসী থাকাই উচিত। কারণ এই পথ অনুসরণ করেই সাফল্য পাচ্ছেন বিরাট কোহলি। তবে অনেকেই এই যুক্তির সঙ্গ সহমত হননি। সমালোচকদের বক্তব্য ছিল, অন ফিল্ড আচরণ নিয়ে আরও নমনীয় হওয়া উচিত বিরাটের। এমন মত পোষণ করেছিলেন পদ্মশ্রী নাসিরুদ্দিন শাহ-ও।
সপ্তাহ দুয়েক আগে বিরাটের অন ফিল্ড আচরণের সমালোচনা করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, বিরাট স্রেফ বিশ্বের সেরা ব্যাটসম্যানই নন সবচেয়ে অসভ্য ক্রিকেটারও। তার এই প্রতিক্রিয়ার পর পুরো ভারতে শুরু হয়েছে তোলপাড়।
সপ্তাহ খানেক চলে কাদা ছোড়াছুড়ি। পরিস্থিতি কিছুটা শান্ত হতে না হতেই আবার বিরাটকে নমনীয় হওয়ার পরামর্শ দিলেন নাসিরুদ্দিন শাহ। শিখতে বললেন পূর্বসুরিদের থেকে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৮/আরাফাত