মুসলিম-ইহুদি সঙ্কট নিয়ে মিশর-ইসরায়েলের রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘ দিনের। ১৯৬৭ সালে দুই দেশ যুদ্ধেও জড়িয়েছিল। ইতিহাসে যা ‘দ্য সিক্স ডে ওয়ার’ নামে পরিচিত। ২০১৩ সালের পর থেকে দেশ দুটির সম্পর্কের কিছুটা উন্নয়ন ঘটলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আর সেই দ্বন্দ্ব এবার ছড়িয়ে পড়েছে ফুটবল মাঠেও।
সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের হয়ে ২০১৩-১৪ মৌসুমে ইসরায়েলের দল মাকাবি তেল আবিবের বিপক্ষে খেলতে নেমেছিলেন মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচের প্রথম লেগে বুট পরার ‘বাহানায়’ এবং ফিরতি লেগে হাত মেলানোর সময় হাত বন্ধ করে কোনো মতে প্রতিপক্ষের খেলোয়াড়দের হাতের সঙ্গে হাত স্পর্শ করে খেলা শুরু করেছিলেন। ওই ম্যাচে গ্যালারিতে থাকা তেল আবিবের দর্শকদের মুখেও অকথ্য ভাষা শুনতে হচ্ছিল। খেলোয়াড়রাও সুযোগ বুঝে তাকে আক্রমণ করছিলেন।
গত বছর লিভারপুলে যোগ দেন সালাহ। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ইসরায়েলের তারকা মোয়ানেস ডাবরকে দলে ভেড়াতে আগ্রহী সালাহর বর্তমান ক্লাব। বর্তমানে সুইজারল্যান্ডের ক্লাব গ্রাসহপারের হয়ে ধারে খেলছেন অস্ট্রিয়ান দল রেড বুল স্লাজবার্গের এই স্ট্রাইকার। যদিও এতে ‘আপত্তি’ আছে মোহাম্মদ সালাহর। এমনটাই জানাচ্ছে জেরুজালেম পোস্ট।
ইসরায়েলের প্রভাবশালী এই গণমাধ্যমের দাবি, লিভারপুলের হয়ে গোল্ডেন শু জেতা সালাহ ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, যদি মোয়ানেস ডাবরকে নেয়া হয়, তাহলে তিনি দলকে ‘বিদায়’ জানিয়ে দেবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ