বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের দ্বৈরথ নিয়ে গত কয়েক বছরে কম আলোচনা হয়নি। এমনকি, দু’জনের মধ্যে এই গ্রহের সেরা ফুটবলার কে, তা নিয়েও নিরন্তর চর্চা অব্যাহত।
প্রসঙ্গত, লা লিগায় চলতি মৌসুমে মেসি রয়েছেন, কিন্তু নেই রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে সি আর সেভেন গিয়ে উঠেছেন ইতালির ক্লাব জুভেন্টাসের সংসারে।
এ ব্যাপারে স্পেনের সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মেসি স্পষ্ট করে দিয়েছেন, লা লিগায় খেলার সময় দু’জনের একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইটা আসলে ফুটবলের পক্ষেই স্বাস্থ্যকর হয়ে উঠেছিল। মেসির কথায়, “ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার লড়াইটা ছিল ফুটবলের পক্ষেই স্বাস্থ্যকর। আর সেটা ছিল ফুটবল ফ্যানদের কাছেও দারুণ উপভোগ্য একটা ব্যাপার।”
এবারের ব্যালন ডি’অর যুদ্ধে মেসি পাঁচ নম্বরে শেষ করেছেন। যা নিয়ে বিতর্কও কম হয়নি। আর্জেন্টাইন তারকা নিজে এ প্রসঙ্গে বলেছেন, “ব্যালন ডি’অর পুরস্কারের জন্য কারা মনোনয়ন পাচ্ছে আগেই জানতাম। এটাও বুঝে গিয়েছিলাম আমি অন্তত এবার লড়াইয়ে নেই।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ