ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সিলেটে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে ঢাকায় ৩৬ রানের দাপুটে জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। আজ সিরিজ জয়ের লক্ষেই নামবে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টা।
সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানদের শক্তিমত্তা নিয়েও হয়েছে অনেক আলোচনা। তা প্রথম ম্যাচে তারা সেটা কিছুটা প্রমাণও করেছে। কিন্তু মিরপুরে ফিরেই দারুণ জবাব দিয়েছে সাকিববাহিনী।
তবে আজকের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের ভরসা সাকিব, আর ওয়েস্ট ইন্ডিজের আশা শাই হোপ।
সাকিব আল হাসান (বাংলাদেশ):
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচজয়ী পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ৪০-এর বেশি রান আর বল হাতে ৫ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচেও এমন পারফরম্যান্সের পুনবৃত্তি করতে চাইবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ):
এই একজন ব্যাটসম্যানই বাংলাদেশের বোলারদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন। প্রতিটি ম্যাচেই তার ব্যাটে ঝড় তুলতে দেখা যাচ্ছে। পুরো সফরেই তিনি উইন্ডিজের সেরা ব্যাটসম্যান। আজকের ম্যাচেও ক্যারিবীয়দের প্রধান ভরসা ‘হোপ’।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ