ওয়েলস তারকা গ্যারেথ বেলের ১১ মিনিটের হ্যাটট্রিকে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। গত বুধবার রাতে জাপানের ক্লাব কাসিমা অ্যান্টলার্সের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল স্প্যানিশ জায়েন্টরা।
সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধের শেষ বাঁশি বাজায় আগে ৪৪ মিনিটে মার্শেলোর সঙ্গে পাস খেলে কাসিমার জালে বল জড়ান গ্যারেথ। ওয়েলস তারকার দুর্বল শট পোস্টে লেগে জালে ঢুকে যায়। পরের গোলটি এল একদম বিনা লড়াইয়ের। ডিফেন্সকে দাঁড় করিয়ে ৫৩মিনিটে গোল করেন বেল।
২মিনিটের ব্যবধানেই এরপর হ্যাটট্রিক সম্পূর্ণ করেন গ্যারেথ। এবারও মার্সেলোর পাস থেকে বাঁ-পায়ের বুলেট গতির শটে বাঁ-পোস্টে বল রাখেন তিনি। এই নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের তিন সংস্করণে গোল করলেন বেল। ২০১৪, ২০১৭ সালের পর ২০১৮ সালে এই প্রতিযোগিতায় গোল পেলেন গ্যারেথ৷
এর আগে এই প্রতিযোগিতার তিন সংস্করণে গোল করার নজির ছিল রোনালদো ও মেসির। রোনালদো ২০০৮ সালে ম্যাঞ্চেস্টারের জার্সিতে ও ২০১৬ ও ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল করেছেন। মেসি ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে গোল করেছেন। এবার সেই ক্লাবে এবার ঢুকে পড়লেন ওয়েলসম্যান৷
২২ ডিসেম্বর ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে আবুধাবির ক্লাব আল আইনের বিরুদ্ধে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত