ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি সিলেটে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। তবে তবে দ্বিতীয় ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।
মিরপুরের মাঠ নিয়ে কৌতূহলের শেষ নেই। অথচ এই মাঠের উইকেটকেই অনেকে অভিতব্য বলে আখ্যা দিয়ে থাকেন। কিন্তু সাকিব তা বলতে নারাজ। কারণটিও বেশ সঙ্গত। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এখানেই ১১৩ ম্যাচ খেলেছেন লাল সবুজের এই দলপতি। যেখানে সবচেয়ে বেশি রানের (৪,১১৭) পাশাপাশি উইকেট শিকারেও অন্যদের চেয়ে অনেক অরেক এগিয়ে (১৯৬ উইকেট) বিশ্বসেরা এ অলরাউন্ডার।
বৃহস্পতিবারও ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরা। তাই তার কণ্ঠে হোম অব ক্রিকেটের উইকেট নিয়ে শুধু প্রশংসা।
সাকিব বলেন, ‘আমি মিরপুরের উইকেট খারাপ বলতে পারব না। কারণ আমার ক্যারিয়ারের অর্ধেকই এখানে। বোলিং-ব্যাটিং সবই (অর্জন) এখানে। আমি খারাপ কীভাবে বলি। আমার কাছে মিরপুরের উইকেটই ভালো!’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ