প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ।
দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয়ের আনন্দে বিভোর সাকিব বাহিনী। দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ ৩৬ রানে হারিয়েছে উইন্ডিজকে। তিন ম্যাচের সিরিজে তাই এখন ১-১ সমতা।
বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১১/৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান করে উইন্ডিজ।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৮/আরাফাত