ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে যাকে ক্রিস গেইলের 'উত্তরসূরি' হিসেবে ভাবা হচ্ছে। সেই শাই হোপকে সাঁঝঘরে পাঠিয়েছে মেহেদি মিরাজ। ১৯ বলে ৩৬ করেছেন টেস্ট এবং ওয়ানডে টর্নেডো ইনিংস খেলা হোপ।
এর আগে উইন্ডিজ ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই ওপেনার লুইসকে ফাঁদে ফেলে বিদায় করেছেন টাইগার পেসার আবু হায়দার রনি। ৬ বল মোকাবেলা করে ১ রান করে বিদায় নিয়েছেন লুইস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে উইন্ডিজের সংগ্রহ ৭১/২। এর আগে ২১১ রানের পাহাড়সম রান সংগ্রহ করে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৮/আরাফাত