ফিল্ডিংয়ে নেমেই দ্বিতীয় ওভারে বল করতে এসেই উইন্ডিজ ওপেনার লুইসকে ফাঁদে ফেলে বিদায় করেছেন টাইগার পেসার আবু হায়দার রনি। ৬ বল মোকাবেলা করে ১ রান করে বিদায় নিয়েছেন লুইস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২.৪ ওভারে উইন্ডিজের সংগ্রহ ২৪/১। এর আগে ২১২ রানের পাহাড়সম রান সংগ্রহ করে বাংলাদেশ।
দারুণ শুরু করেন তামিম ইকবাল ও লিটন দাস। এরপর চার-ছয়ের মিছিলে যোগ দেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ধারালো ব্যাটিংয়ে ২১২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া হলো উইন্ডিজদের সামনে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৮/আরাফাত