ব্যাট করতে নেমেই দুপাশেই ঝড় তোলেন তামিম ইকবাল ও লিটন দাস। উইন্ডিজ পেসারদের তুলোধুনা করে মাত্র চার ওভারেই ৪২ রান সংগ্রহ করেন।
কিন্তু পঞ্চম ওভারের প্রথম বলেই ফ্যাবিয়ান অ্যালেনের বল মারতে গিয়ে কটরেলের হাতে ক্যাচ দেন তামিম। ব্যক্তিগত ১৫ রান করেই মাঠ ছাড়তে হয় তামিমকে।
এরপর সৌম্য সরকারকে সাথে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন লিটন দাস। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলেই ছক্কা মেরে দলীয় অর্ধমতক পূর্ণ হয়। আর লিটন ২৮ বলে করেছে ৫৫ রান।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে টাইগারদের আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.৫ ওভারে এক উইকেট হারিয়ে ৯৮ রান।
এর আগে তিন ম্যাচের প্রথমটিতে ৮ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে এগিয়ে আছে ক্যারিবীয়রা। দ্বিতীয় টি-২০ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় তারা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবু হায়দার রনি এবং আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ড্যারেন ব্রাভো, শিমরন হেটমেয়ার, কেমো পল, কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), এভিন লুইস, নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, রোভম্যান পাওয়েল, শাই হোপ, শেলডন কটরেল এবং ওশানে থমাস।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৮/আরাফাত