দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সামনে সিরিজে সমতার আনার লক্ষ্যে ঘুরে দাঁড়ানোর মিশন। এমন সমীকরণে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট টস জিতে টাইগার দলপতি সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে পাঠান।
সিলেটের প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। যদিও ওই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। বিপরীতে সিরিজ জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজের একাদশও অপরিবর্তিত।
বাংলাদেশ সফরে এবার টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে আগের টি-টোয়েন্টি সিরিজ থেকে। চার মাস আগে এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে থেকে জিতেছিল বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার ও মোস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন