ভারতের ব্যাটিং লাইন মানসম্পন্ন নয় বলে মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। পার্থ টেস্টে জয়ের পরই অস্ট্রেলিয়া দলের প্রশংসা করতে গিয়ে ভারতের ব্যাটিং লাইন নিয়ে এ মন্তব্য করেন তিনি।
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৪৬ রানের ব্যবধানে হারে ভারত। এতে চার ম্যাচের সিরিজে সমতা আনে অসিরা।
অস্ট্রেলিয়া দলের প্রশংসা করে পন্টিং বলেন, ‘ভারতের চেয়ে এই দলটি অনেক বেশি ভালো। এই দলকে নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। তারা মাঠে নিজেদের প্রমান করেছে।’
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট জিতে দুর্দান্ত শুরু করেছিল ভারত। তবে দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজিত হতে হয় ভারতকে। পার্থের নতুন ভেন্যুতে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে নড়বড়ে ছিল ভারতের ব্যাটিং লাইন-আপ। নিজ দলের বোলারদের সামনে সফরকারীদের ব্যাটিং লাইন-আপ অনেক বেশি ভঙ্গুর বলে আগেই জানিয়েছিলেন পন্টিং।
অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইটকে পন্টিং বলেন, ‘সিরিজ শুরুর আগেই আমি দু’টো দলের পার্থক্য বলেছিলাম। আমি বলেছিলাম, এখানে ভারতের পক্ষে জেতা সম্ভব নয়। কারণ তাদের ব্যাটিং লাইন-আপ ভালো নয়। আমাদের বিশ্বমানের বোলারদের সামনে তারা ভালো খেলতে পারবে না। পার্থে আমার কথাটাই ঠিক প্রমাণিত হল।’
সিরিজের পরের দু’টি টেস্ট হবে মেলবোর্ন ও সিডনিতে। এই দু’টি ভেন্যু ভারতকে সহায়তা করতে পারে বলে মনে করেন পন্টিং।
বিডি প্রতিদিন/এনায়েত করিম