হোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০১৬ সালে। এরপর তিনি উঠেছিলেন স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে। বরখাস্ত হওয়া পর্যন্ত সেখানেই তিনি রাত্রিযাপন করে আসছিলেন।
সম্প্রতি ক্লাবের ব্যর্থতায় মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এর মধ্যে হোটেলে ৮৯৫ দিন রাত্রিযাপন করেন পর্তুগিজ এ কোচ। এতে তার হোটেল বিল দাঁড়ায় ছয় লাখ ৭৯ হাজার মার্কিন ডলার।
২০১৬ সালে ম্যানইউ’র দায়িত্ব নেওয়ার পর থেকে বহিষ্কৃত হওয়ার দিন পর্যন্ত শহরের দ্য লৌরি হোটেলে থেকেছেন হোসে মরিনহো। দলের পারফরম্যান্স যেমনই হোক, পাঁচ তারকা হোটেলটির প্রিমিয়াম রিভারসাইড সুইটে থেকেছেন ফুটবল জগতে ‘ক্ষ্যাপাটে’ হিসেবে পরিচিত মরিনহো।
মরিনহোর হোটেল রুমে ছিলো বৃহদাকার শোয়ার ঘর, পৃথক লাউঞ্জ, ডাইনিং রুম এবং ছোট রান্নাঘর। হোটেলটিতে মরিনহো ঠিক কতো অর্থ ব্যয় করেছেন সে বিষয়ে দ্য লৌরি কোনো মন্তব্য না করলেও ওয়েবসাইট থেকে তথ্য বিশ্লেষণ করে এমন হিসেব কষেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন।
হোটেলটির ওয়েবসাইট অনুযায়ী, বিলাসবহুল এই সুইটের এক রাতের ভাড়া ৭৫৮ মার্কিন ডলার। সেই হিসেবে ৮৯৫ রাতে মরিনহোর খরচ হয়েছে প্রায় ৬ লাখ ৭৯ হাজার মার্কিন ডলার। তবে হোটেলটিতে থাকা ছোট বার-এ মরিনহো কোন খরচ করে থাকলে তা এর সঙ্গে যোগ করলে অংকটা আরো বাড়বে।
বিডি প্রতিদিন/কালাম