সিরিজে সমতায় ফিরতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে টাইগাররা। মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে, এই ম্যাচটি জিতলেই সিরিজও জিতে যাবে ক্যারিবীয়রা। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশই রেখে দেওয়ার সম্ভাবনাই বেশি। আর পরিবর্তন হলে দুটি জায়গায় হতে পারে। সেটা আরিফুল হকের স্থলে মোহাম্মদ মিথুন এবং আবু হায়দার রনির জায়গায় রুবেল হোসেন কিংবা নাজমুল ইসলাম অপু।
সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. লিটন দাস
৩. সৌম্য সরকার
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. আরিফুল হক (মোহাম্মদ মিথুন)
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মোহাম্মদ সাইফউদ্দিন
১০. আবু হায়দার রনি (রুবেল হোসেন)
১১. মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব