ম্যানচেস্টার ইউনাইটেড বরখাস্ত করেছে হোসে মরিনহোকে। এমন সময় প্রশ্ন উঠেছে মরিনহো কী কখনো আর বড় মাপের ক্লাবের কোচ হতে পারবেন? এমন সময় অবশ্য এক জরিপে দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ রিয়াল মাদ্রিদ সমর্থক চাচ্ছেন হোসে মরিনহো আবার রিয়ালে ফিরুক।
অবশ্য রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ মনে করছে মরিনহোকে ফেরানোটা হবে বড় ধরনের ভুল। কিন্তু সমর্থকদের অনেকেই তাকে চাচ্ছেন। এমনটাই উঠে এসেছে এক জরিপে।
যদিও স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা জানাচ্ছে, তাদের করা জরিপে ১০ জন রিয়াল সমর্থকদের প্রায় চারজনই চাচ্ছে মরিনহো ফিরুক। তাহলে তারা খুশি হবে। মার্কা অবশ্য এই জরিপের জন্য অনলাইনে ভোট আহব্বান করেনি। তারা সরাসরি কথা বলেছে রিয়াল সমর্থকদের সঙ্গে। সেখানেই ১০ জনের মধ্যে চারজন সমর্থক মরিনহোর ফেরার পক্ষে মত দিয়েছেন। যদিও ৬৩ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পর্তুগিজ কোচ রিয়াল আসবেন নাকি অন্য কোথাও যাবেন সেটা নিয়ে তাদের মাথাব্যথা নেই। তথ্যসূত্র: মার্কা
বিডি প্রতিদিন/কালাম