লিগ কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। এতে প্রথমবারের মতো বোর্নমাউথের কোনো শীর্ষ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙে দেয় চেলসি।
ম্যাচের মাত্র ছয় মিনিট বাকি থাকতে দলটিকে হতাশায় ডুবিয়ে চেলসির সেমিফাইনাল নিশ্চিত করেন বদলি খেলোয়াড় ইডেন হ্যাজার্ড। পেদ্রোর ব্যাক-হিল থেকে আসা বল জালে জড়াতে ভুল করেননি এই ফরওয়ার্ড।
যদিও ম্যাচের প্রথমার্ধেই লিস মুসেটের আক্রমণ রুখে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। আর নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ফ্রি-কিক থেকে নেওয়া শটও লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হয়। তাই এ যাত্রায় শেষ চারে ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম এবং বারটন অ্যালবিয়নের সঙ্গে যোগ দেবে চেলসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম