আর্সেনালকে তাদেরই মাঠে হারিয়ে লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটস্পার। এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জেতে টটেনহ্যাম। এ মাসের শুরুতে লিগে আর্সেনালের মাঠে ৪-২ গোলে হেরে গিয়েছিল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
আর্সেনালের বিপক্ষে ম্যাচের শুরুতেই টটেনহ্যামকে এগিয়ে নেন সন হিয়ুং মিন। মিডফিল্ডার ডেলে আলির বাড়িয়ে দেওয়া বল ২০ মিনিটের মাথায় আর্সেনালের জালে জড়ান সন। আর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেলে আলি।
খেলায় আর্সেনালও বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হলে ২-০ ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট নিয়েই মাঠ ছাড়ে টটেনহ্যাম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম