পার্থ টেস্ট হেরে হতাশ ভারত শিবির। এরই মধ্যে বিরাট কোহলির দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছে টেস্ট চলাকালীন মাঠেই দুই সিনিয়র ক্রিকেটার ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজার প্রকাশ্য বাগযুদ্ধ!
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ছবিতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে দাঁড়িয়ে রীতিমতো আঙুল তুলে তর্কাতর্কি করছেন ইশান্ত ও জাদেজা। সে সময় ভারতীয় পেসার মোহাম্মদ শামির বল অস্ট্রেলীয় ব্যাটসম্যান নেথান লায়নের হেলমেটে লাগার পর সাময়িকভাবে বন্ধ ছিল খেলা।
হঠাৎই ইশান্ত ও জাদেজার তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখন সবাই লায়নকে নিয়েই ব্যস্ত। ইশান্ত ও জাদেজার ঘটনাটি নজরেই আসেনি কারোর। তবে ফুটেজে পরে দেখা যায়, নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়ানো ইশান্ত ও জাদেজার উত্তপ্ত বাক্য বিনিময়।
কী কথা হচ্ছে দুজনের মধ্যে স্টাম্প মাইক্রোফোনে তা’ও ধরা পড়ে। শোনা যায়, জাদেজার দিকে তাকিয়ে ইশান্ত রীতিমতো চিত্কার করে বলছেন, "আমার দিকে হাত তুলে কিছু বলো না। যদি কিছু চাওয়ার থাকে কাছে এসে বলো।" যার প্রত্যুত্তরে ভারতীয় অল-রাউন্ডারকে বলতে শোনা যায়, "এত কথা বলার কী আছে তোমার?"
এরপর ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ জোরে বোলারকে বলতে শোনা যায়, "আমার দিকে হাত তুলে কোন কথা বলবে না। মনের মধ্যে পুষে রাখা রাগ আমার ওপর ফলাতে যেও না।" এরপর ইশান্ত একটি অশ্লীল শব্দ প্রয়োগ করেন। ক্ষুব্ধ জাদেজা মুখ ঘুরিয়ে চলে যান। দুই সতীর্থকে শান্ত করতে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে হয় লোকেশ রাহুল ও মোহাম্মদ শামিকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ