ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের করা মামলায় হেরে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার ফলে পিসিবিকে বিসিসিআইয়ের আইনি খরচের ৬০ শতাংশ দেওয়ার নির্দেশ দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
২০১৪ সালে করা চুক্তি মেনে পাকিস্তানের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না, এটাই ছিল পিসিবির অভিযোগ। সেই জন্য ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসির ডিসপুট প্যানেল সেই দাবি খারিজ করে দেয়। এর পরিপ্রেক্ষিতেই আইনি খরচ প্রদান করে দেওয়ার জন্য পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে পাল্টা মামলা করে বিসিসিআই। আর সেই মামলাতেই জিতেছে ভারতীয় বোর্ড।
আইসিসি যা নির্দেশ দিয়েছে, তাতে বোর্ডের খরচার ৬০ শতাংশ দিতে হবে পিসিবিকে। পাশাপাশি আইসিসির প্যানেলের যা খরচ হয়েছে, সেই প্রশাসনিক খরচেরও ৬০ শতাংশ দিতে হবে পিসিবিকে। এই রায়ের বিরুদ্ধে আবেদন করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আইসিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ