সদ্য বিয়ে করেছেন বিরাট কোহলি। বিয়ের পরেই তাকে ছুটতে হবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে বড় পরীক্ষা দিতে হবে কোহলিকে। কোহলি ভক্তরা দক্ষিণ আফ্রিকা সফরের দিকেই তাকিয়ে। সেই সঙ্গে কোহলি দক্ষিণ আফ্রিকা সফরে নিজেকে মেলে ধরতে পারবে সেটি নিয়েও চিন্তায় তারা।
বিয়ে তো বদলে দেয় অনেককেই। বিয়ের পরে মাঠে কি শান্ত কোহলি ধরা দেবেন নাকি আগের সেই কোহলিকেই পাওয়া যাবে সাংবাদিকরা এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছিলেন রোহিত শর্মাকে। রোহিত এই প্রশ্ন শুনে হাসতে শুরু করে দেন।
হাসতে হাসতেই সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘‘এর জবাব দেওয়া খুব কঠিন। এখন আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে বলতে পারব। এটা ব্যক্তিবিশেষের উপরে নির্ভর করে।’’
রোহিত ঠিকই বলেছেন। বিয়ের পরে অনেকেই বদলে যান। পরিণতি আসে। ধৈর্য বেড়ে যায়। এক্ষেত্রে কোহলি বদলে যাবেন কি না তা নির্ভর করছে কোহলির উপরেই।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর