অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। সাবেক এ ক্রিকেটারের স্পিন ঘূর্ণিতে কাবু হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবার পর ২০০৭ সাল পর্যন্ত ১৫ বছর অস্ট্রেলিয়া দলে খেলেছেন তিনি। নিজেকে নিয়ে গেছেন ক্রিকেটের সর্বোচ্চ শিখরে। জয় করেছেন বিশ্বকাপ। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বোলারও তিনি।
দেশের হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট এবং ১৯৪টি এক দিনের ম্যাচে ২৯৩ উইকেট নিয়েছেন ৪৭ বছর বয়সী এই ক্রিকেট তারকা।
সম্প্রতি অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যান জানিয়ে দিয়েছেন ২০১৯ বিশ্বকাপের পর আর জাতীয় দলের কোচের পদে থাকবেন না। আর এরপরই শেন ওয়ার্ন জানিয়েছেন, লেহম্যানের পর অজি দলকে নেতৃত্ব দিতে চান তিনি। বললেন, আমি সবসময়েই যে কোনও দেশের কোচিং করানোর জন্য প্রস্তুত। তবে নিশ্চিতভাবেই আমি অস্ট্রেলিয়ার কোচিং করাতে ভালোবাসবো। ভালো কোচিং না হলেও দলের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারলেও খুশি হব।
প্রসঙ্গত, ২০১৩ থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে দায়িত্বে রয়েছেন লেহম্যান। এখনো অবধি কোচ হিসেবে তার কার্যকালকে সফলই বলা চলে। ২০১৫ সালে নিজেদের মাঠিতে তার অধীনেই বিশ্বকাপ জিতিছিল অজিরা।
বিডিপ্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান