ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটডেকে হারিয়ে টানা ১৮তম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে এ জয় পায় পেপ গুয়ার্দিওলার দল।
এই জয় দিয়ে নিজেদের প্রায় ধরাছোঁয়ার বাইরেই নিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। ২০ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে তারা। সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।
খেলার ৩১তম মিনিটে কেভিন ডি ব্রুইনের দারুণ পাস ধরে কাঙ্ক্ষিত গোলটি করেন স্টার্লিং। এবারের লিগে ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের গোল হলো ১৩টি।
এরপর বল দখলে রেখে দাপটের সঙ্গে খেললেও ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি অতিথিরা।
ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে বায়ার্ন মিউনিখের টানা ১৯টি জয়ের রেকর্ড ছুঁতে আর একটিমাত্র জয় দরকার সিটির।
প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ড বাড়িয়ে চলা সিটি ২০০৮ সালে গড়া চেলসির অ্যাওয়ে ম্যাচ টানা ১১ জয়ের রেকর্ডও স্পর্শ করেছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম