আনুশকা-বিরাটের বিয়ের দ্বিতীয় রিসেপশনে চাঁদের হাট। অমিতাভ-সচিন-শাহরুখ-এ আর রহমান কে নেই! বলিউড ও ভারতীয় ক্রিকেটের সেই দীপ্তিময় আভার মাঝেও উজ্জ্বল থাকলেন তিনি। সস্ত্রীক ধোনি এ দিন রিসেপশনে উপস্থিত হতেই তার দিকে ঘুরে গেল সকলের দৃষ্টি। কিন্তু রিসেপশনের মাঝপথেই চলে গেলেন মাহি! কোথায় গেলেন তিনি। অনুষ্ঠানে গুঞ্জন। পরে জানা যায়, এক তারকার অনুষ্ঠান ছেড়ে অন্য এক তারকার ফার্ম হাউসে যান ধোনিরা। তিনি সালমান খান। তাঁর জন্মদিনের পার্টিতে যোগ দিতেই আনুশকা-বিরাটের রিসেপশন ছেড়ে সেখানে গিয়েছিলেন সস্ত্রীক ধোনি। রিসেপশনের স্থান থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ছিল সেই অনুষ্ঠান।
এদিন বিরাটদের রিসেপশনে ‘মিস্টার কুল’ প্রবেশ করতেই রাতারাতি যেন স্টেডিয়ামের আবহ। ‘ধোনি-ধোনি’ উল্লাসে চারপাশ তখন ভেসে যাচ্ছে। কেবল ধোনি তো নন, সঙ্গে যে তাঁর কন্যাও। জিভাকে দেখেও সবাই উল্লসিত। চারপাশের ক্যামেরা যে তাক করেছে তাকেও। ধোনিও স্মিত হেসে মেয়েকে বললেন পোজ দিতে।
বিডি প্রতিদিন/এ মজুমদার