শিরোনাম
- সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক
- ব্যক্তির সঙ্গে সমষ্টির অসম বিভাজন
- ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
- কক্সবাজার মেরিনড্রাইভে ২৮ মোটরসাইকেল জব্দ
- মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ
- রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
- বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার
- পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
- রৌমারীতে বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি
- ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে : এ্যানি
- বরিশালে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
- যশোরের অগ্নিকাণ্ডে ৫০ হাজার মুরগিসহ মেশিনারীজ ভস্মীভূত
- সংস্কারের পরে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
- পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান
- ফয়জুল করীমকে মেয়র ঘোষনার দাবিতে বরিশালে মানববন্ধন
- চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
- ‘বিপ্লব ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিত’
- আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ রিমান্ডে
- চট্টগ্রামে বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তি
মাঠে গড়ালো ক্লেমন-কাউন্সিলর আজাদ টি-২০ ক্রিকেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
অনলাইন ভার্সন

সিলেট এমসি কলেজ মাঠে উদ্বোধন হয়েছে ক্লেমন-কাউন্সিলর আজাদ ২য় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের একাডেমিগুলো খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লেমন-সুরমা ক্রিকেট একাডেমিসহ অন্যান্য একাডেমিগুলোতে প্রশিক্ষণ নিয়ে সিলেটের খেলোয়াড়রা বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স করছে। ক্রিকেট বাংলাদেশের পক্ষে বিশ্বে যে সুনাম বয়ে আনছে তা অন্য কোনো খেলা পারেনি। তাই ক্রিকেটের উন্নয়নে কাউন্সিলর আজাদের মতো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
কাউন্সিলর আজাদের প্রশংসা করে তিনি আরও বলেন, আজাদ কেবলমাত্র জনপ্রতিনিধি নন, একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক। তিনি ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেটে যুবসমাজকে যেভাবে সম্পৃক্ত করছেন তা প্রশংসার দাবি রাখে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. ছানাওর, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব তুহিন, টিলাগড় ক্লাবের সাবেক সভাপতি সারওয়ার আহমদ, সাবেক ক্রিকেটার আলী ওয়াসিকুজ্জামান অনি, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ্বজিৎ দেবরায় বিষু, ২য় বিভাগ ভলিবল লীগ কমিটির সদস্য হিরক রঞ্জন দে পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুস সালাম রিজভী, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির পরিচালক রাজীন সালেহ আলম, যুক্তরাজ্য লেবারপার্টির নেতা শাহীন রহমান আসকর, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক শাহজাহান সিরাজী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সঙ্গীত শিল্পী রানা শেখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় ক্রিকেট তারকা অলক কাপালী, ইমতিয়াজ হোসেন তান্না, নাবিল সামাদ, ক্রিকেটার আল ওয়াদুদ সুইট, এজাজ আহমদ, রুম্মান, নাসুম ও ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির কোচ একরাম আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, টুর্নামেন্টে ২৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ইমতিয়াজ হোসেন তান্নার নেতৃত্বে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি ও ইকরাম আহমদের নেতৃত্বে ক্লেমন বয়েজ দল অংশ নেয়।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর