মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে গালা নাইট সবে শুরুই হয়েছে, ফের দাবানল সোশ্যাল মিডিয়ায়। দেওয়ালে দেওয়ালে ফের উঁকি দিচ্ছেন 'কাপল অব দ্য ইয়ার'। ক্রিকেটের পোস্টার বয় বিরাট একেবারে 'জোরু কা গোলাম'। গাড়ি থেকে নেমে হনহন করে হেঁটে এগিয়ে যাছেন নববধূ আনুশকা শর্মা। আর পিছে কোহলি। টুইটারে ছবি প্রকাশ করেতই তা আবারও ভাইরাল।
লাস্ট ল্যাপে বিরুশকা শো। মুম্বাইয়ের ১৬ মহলা হোটেলে হাজির হয়েছে গোটা বলিউড। বচ্চন, কাপুর থেকে খান, বি-টাউনের সব নামই আজ মিশে যাবে 'বিরুশকা জোয়ারে'। সামিল হবেন ক্রিকেটারেরাও। সুরেশ রায়না, শিখর ধাওয়ান সপরিবারে হাজির ছিলেন দিল্লিতে বিরাট-অনুশকার আনুষ্ঠানিক রিসেপশনে। আজ বিরাট-অনুশকার দ্বিতীয় রিসেপশনে হাজির থাকার কথা শচীন, সৌরভ, ধোনি সহ 'মেন ইন ব্লু'র।
'বিরুশকা শো' শুরু হতে আর কিছু মুহূর্তই বাকি। এর মধ্যেই নবদম্পতির নতুন ছবি টুইটারে আসতেই সরগরম জনতা। এককথায়, ট্রেলরই হিট। 'পিকচার' কিন্তু 'বাকি হ্যায়'।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/আরাফাত