একজন ছত্রিশ প্লাস। আরেকজন একত্রিশ পেরিয়েছেন। পাতি বাংলায় বুড়ো। এই বয়সে পেশাদার টেনিস! তাও আবার হাঁটুর বয়সীদের টেক্কা দিয়ে রাজত্ব। গল্প নয়। সিরিয়াস বাস্তবে এটাই করে দেখালেন রাফা-রজার।
মারে ফর্ম হারালেন আর জকোভিচ ফোকাস। সেই সুযোগে সারা বছরের চারটে গ্র্যান্ড স্ল্যাম দিব্যি ভাগাভাগি করে নিলেন দুই বৃদ্ধ। পয়া প্যারিসে লা ডেসিমা।
যুক্তরাষ্ট্র ওপেনে ১৬-তম গ্র্যান্ড স্ল্যাম জিতে প্রথম হয়ে বছর শেষ করলেন নাদাল। পিছিয়ে নেই ফেদেরারও। অস্ট্রেলিয়ান জিতে দুরন্ত শুরু। তারপর উইম্বলডনে ভিন্টেজ টাচ। ২০১৭ ফেদেরারকে পৌঁছে দিল উনিশতম গ্র্যান্ড স্ল্যামের মালিকানায়। শুধু সংখ্যায় এই গ্রহে সবচেয়ে বেশি নয়।
অনুরাগীদের আদরেও সবচেয়ে এগিয়ে রজার। টেনিসে তাই নিঃসন্দেহেই এটা বুড়োদের বছর।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/আরাফাত