ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার নিজে থেকে অবসরের ঘোষণা না দিলে তাকে দল থেকে ছেঁটে ফেলা হতো বলে গোপন খবর ফাঁস করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান নির্বাচক সন্দীপ পাতিল।
সম্প্রতি দেশটির একটি প্রথম সারির সংবাদ মধ্যামে বিস্ফোরক সাক্ষাৎকারে পাতিল জানান, ২০১২ সালের ডিসেম্বর মাসে আমরা (নির্বাচকমণ্ডলী) শচীনকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করা হয়। তখন শচীন জানিয়েছিল, তিনি তখনও অবসরের কথা ভাবছেন না। তবে ম্যানেজমেন্ট এবং বোর্ড তাঁকে নিয়ে যে একটা সিদ্ধান্ত নিয়েছে সে কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়।
শচীন বুঝতে পারে এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়। শচীন তখন সরে না গেলে, তাঁকে দল থেকে বাদ দেওয়া হত বলেও জানান সন্দীপ পাতিল।
শচীনের অবসর প্রসঙ্গে সন্দীপ পাতিল আরও বলেন, "মাস্টার ব্লাস্টার টেস্ট ক্রিকেটেই মনোনিবেশ করেছিল। আমার এবং সঞ্জয়ের (তৎসময়ের বিসিসিআই সেক্রেটারি) সঙ্গে কথা বলেই একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার কথা জানায় শচীন।"
সূত্র: জি নিউজ
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব