পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন উদযাপন করে কট্টরপন্থীদের নিশানায় পড়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ। সোমবার ক্রিসমাস উদযাপনের ছবি ট্যুইটারে পোস্ট করার পর শুরু হয় এ সমালোচনা।
ট্যুইটারে কাইফ লিখেছেন, শুভ বড়দিন। শান্তি, ভালবাসার জয় হোক। ছবিতে দেখা যাচ্ছে, ক্রিসমাস ট্রি-র পাশে কাইফ ও তাঁর পরিবার।
তবে এই প্রথম নয়, এর আগে কখনো দাবা খেলে, সূর্য নমষ্কার করে, সুপ্রিম কোর্টের তিন তালাক বিরোধী রায়ের প্রশংসা করেও নিন্দুকদের টার্গেট হয়েছেন তিনি।
এবিপি আনন্দের খবর, নিন্দুকদের অভিযোগ, তিনি ইসলামি ঐতিহ্যের অপমান করেছেন। কেউ তাঁকে পরামর্শ দিয়েছে, ধর্মনিরপেক্ষ দেশ, লোকজনও ধর্মনিরপেক্ষ। কিন্তু এসব করার আগে নিজের ধর্মের কথা আগে ভাবো। কেউ কটাক্ষ করেছে, নতুন বছর হলে ঠিক ছিল, কিন্তু এই পর্ব তো মুসলমানদের নয়। আবার কেউ বলেছে, মুসলমান হয়ে এসব করছ, লজ্জা হওয়া উচিত তোমার!
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব