দারুণ ছন্দে আছে টিম ইন্ডিয়া। টানা ৯টি টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখতে চলেছে কোহলির দল। দেশের মাটিতে সাফল্যের পর এবার দলটির পরীক্ষা বিদেশের বাইশ গজে। সে জন্য প্রোটিয়া পেস আক্রমণকে চ্যালঞ্জ জানাতে তৈরি ইন্ডিয়া, এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।
ভাজ্জি জানান, ‘কোহলি-পূজারাদের এখন যা ফর্ম, তাতে দক্ষিণ আফ্রিকায় কোনো সমস্যাতেই পড়বে না ভারত।’ হরভজন উল্টে বলছেন, ‘সিরিজে স্টেইন-মর্কেলরাই চাপে থাকবে।’ কারণ হিসেবে বিশ্বকাপজয়ী বোলার বলছেন, ‘টেস্টের এক নম্বর দলের ব্যাটিং অর্ডারে ভাঙন ধরানোটা সহজ হবে না।’
হরভজনের মতে, ‘স্টেইন বিশ্বসেরা বোলার, তবে চোট সারিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরে ভারতকে চাপে ফেলাটা খুব একটা সোজা নয়। স্টেইন-মর্কেলদের শক্ত হাতেই উত্তর দেবে রাহানে, রোহিত, মুরলীরা।’
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ