রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবারের এল ক্লাসিকো ম্যাচে লিওনেল মেসি ছিলেন নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফুটবল মাঠে ৯০ মিনিটই দৌড়ের ওপর থাকতে হয়। কিন্তু মেসি ৯০ মিনিটের ৮৩.১ শতাংশ সময় মেসি হেঁটেছেন, ১০.৮ শতাংশ সময় জগিং করেছেন!
রিয়ালকে ৩-০তে হারিয়ে দেয়ার সেই ম্যাচে মাত্র ৪.৯৫ শতাংশ সময় ধরে দৌড়েছেন। আর পুরোদমে মেসি দৌড়েছেন ১.১৫ শতাংশ সময়। পুরো ৯০ মিনিটে খেলোয়াড়ের পারফর্মেন্স বিশ্লেষণ করে এল পেরিওডিকো। তারাই এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
এটির একটি কারণও দাঁড় করানো হয়েছে। এই মৌসুমে লা লিগার প্রত্যেকটি ম্যাচের পুরো সময় খেলা প্রান্তভাগের একমাত্র খেলোয়াড় মেসি। গুরুত্বপূর্ণ সময়টাতে সেরাটা দেয়ার জন্য শক্তি সঞ্চয়ের জন্যই মেসি এমনটা করেছেন! সূত্র : মার্কা
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা