অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলবোর্ন টেস্টে ইংল্যান্ড দলে একমাত্র পরিবর্তন হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন পেসার টম কারান। এর মাধ্যমে ২২ বছর বয়সী সারের এই ফাস্ট বোলারের টেস্ট অভিষেক ঘটতে যাচ্ছে।
ইনজুরি আক্রান্ত ক্রেইগ ওভারটনের পরিবর্তে কারানের অভিষেক হচ্ছে। গত সপ্তাহে পার্থে তৃতীয় টেস্টে বুকে আঘাত পাওয়া ওভারটনের মঙ্গলবার খেলা হচ্ছে না। ইংল্যান্ডের হয়ে কারান তিনটি টি-২০ ও একটি ওয়ানডে ম্যাচ খেললেও ইংল্যান্ডের অ্যাশেজ সফরের প্রাথমিক দলে তাকে বাছাই করা হয়নি। কিন্তু স্টিভেন ফিনের হাঁটুর সমস্যার কারণে সফর থেকে ছিটকে গেলে কারানের সুযোগ ঘটে।
অধিনায়ক জো রুট বক্সিং ডে টেস্টে মেলবোর্নের মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে কারানের অভিষেকের বিষয়টি নিয়ে বলেছেন, এটা তার সামনে অনেক বড় একটি সুযোগ। তার মধ্যে অসাধারণ প্রতিভা আছে। ইতোমধ্যেই সে অ্যাশেজের আবহের সাথে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করেছে। আমরাও তাকে নিয়ে দারুণ আশাবাদী। এটা খুব একটা সহজ সিদ্ধান্ত ছিল না। বিশেষ করে মার্ক উড ও জেক বলকে রেখে তাকে বেছে নেয়াটা কঠিন ছিল। কিন্তু আমরা বিশেষ করে এখানকার কন্ডিশন ও পিচের বিষয়টি বিবেচনা করেছি। দলের ভারসাম্যের কথা চিন্তা করে আমার কাছে মনে হয়েছে এই পরিস্থিতিতে টমই সেরা।
২০১৭ সালের ইংলিশ কাউন্টি মৌসুমে ৩৪ গড়ে নয়টি প্রথম শ্রেণীর ম্যাচে কারান ২৪ উইকেট দখল করেছেন। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী কারান ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে পার্থে অনুশীলন ম্যাচে অংশ নিয়ে ৫ উইকেট দখল করেছিলেন, ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ৭৭ রান।
ইংল্যান্ড স্কোয়াড : এ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান, জেমস ভিনসে, জো রুট (অধিনায়ক), ডেউইড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, টম কারান, স্টুয়ার্ট ব্রড, জেমস এ্যান্ডারসন।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম